বিশ্বের ২০ ধনী দেশে কার্বন নিঃসরণ বাড়ছে

বিশ্বের ২০টি ধনী দেশে কার্বন নিঃসরণের হার দ্রুত বাড়ছে। ‘দ্য ক্লাইমেট ট্রান্সপারেন্সি রিপোর্ট’ নামে নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ১৬টি গবেষণা সংস্থা ও পরিবেশগত গোষ্ঠীর তথ্যের ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ধনী ও উন্নত দেশগুলোর জোট জি-২০-এর  সদস্যদেশগুলোতে এ বছর কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নির্গমন ৪ শতাংশ বাড়বে। গত বছর করোনা মহামারির কারণে এসব দেশে কার্বন নিঃসরণের হার ৬ শতাংশ কমেছিল। এ বছর চীন, ভারত এবং আর্জেন্টিনাও তাদের ২০১৯ সালের কার্বন নির্গমন মাত্রা ছাড়িয়ে যাওয়ার পথে।

ক্লাইমেট ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুসারে, এ বছর জি-২০ দেশগুলোতে কয়লার ব্যবহার ৫ শতাংশ পর্যন্ত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৬০ শতাংশ বৃদ্ধির জন্য দায়ী থাকবে চীন। যুক্তরাষ্ট্র ও ভারতেও কয়লার ব্যবহার বাড়ছে। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত জি-২০ দেশগুলোতে গ্যাসের ব্যবহার ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন