বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ১১ লাখ ৬৬ হাজার ছাড়াল

পাশাপাশি এ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন বিশ্বের ২ কোটি ৯৭ লাখেরও বেশি মানুষ

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১১ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখের ঘরে। বুধবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) এ তথ্য জানিয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১,৬৬,১২৭ জন। কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩৯,৩,০৪৮ জনে। পাশাপাশি এ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২,৯৭,৩০,৬৯৫ ব্যক্তি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি এই তিন দেশে।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭,৭৪,১১৮ জনে দাঁড়িয়েছে এবং ২,২৬,৬১৩ জন মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং যুক্তরাজ্য।

এদিকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৭৯ লাখ ৪৬ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১,১৯,৫০২ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটির সরকার ঘোষিত তথ্য অনুযায়ী- দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৪,৩৯,৬৪১ জন এবং মৃত্যু হয়েছে ১,৫৭, ৯৪৬ জনের।

বাংলাদেশ পরিস্থিতি

এদিকে বাংলাদেশে নতুন করে ১,৩৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে ৪লাখ এক হাজার ৫৮৬ জনে। এছাড়া, মহামারিতে আক্রান্ত হয়ে গত আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৩৮ জনে।

গত ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।- ঢাকা ট্রিবিউন