বিশ্বকাপ ফাইনালে রানের পাহাড় গড়ল অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে চলছে নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

শিরোপার লড়াইয়ে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বোলারদের তুলোধোনা করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান করেছে অসি মেয়েরা।

এতো বড় সংগ্রহে অন্যতম অবদান অসি ওপেনার ও উইকেটরক্ষক অ্যালিশা হ্যালির। ১৩৮ বলে ২৬ বাউন্ডারিতে ১৭০ রানের ইনিংস খেলেছেন তিনি।

ওপর ওপেনার র্যাচেল হাইনেস ও ওয়ানডাউনে নামা বেথ মনিও কম যাননি।  র্যাচেল করেন ৯৩ বলে ৬৮ রান। ৪৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন বেথ মনি।

এ তিন ব্যাটার সাজঘরে ফিরে গেলে অবশ্য বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তারা শুধু আসছেন আর গেছেন। তবে যা করে দিয়ে গেছেন টপঅর্ডারের তিন ব্যাটার।

এ তিনজনের ব্যাট থেকেই এসেছে ৩১৮ রান। পরের ৩৮ রান করতেই ২ উইকেটে পড়ে যায়।

ইংল্যান্ডের হয়ে ১০ ওভারে ৪৬ রানের খরচায় ৩ উইকেট শিকার করেছেন অ্যানিয়া শ্রুবসোল। ১০ ওভারে ৭১ রান দিয়ে একটি উইকেট পেয়েছে সোফি একলেস্টন।

৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমেছে ইংল্যান্ড।

 

সূত্রঃ যুগান্তর