বিশ্বকাপে সব দলের বিপক্ষে জয়ের জন্য খেলব : জাহানারা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকায় বসছে সিনিয়রদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ১০ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশের তারকা ক্রিকেটার জাহানারা আলম শোনালেন বিশ্বকাপ ঘিরে দলের স্বপ্নের কথা।

আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। তার আগে সোমবার পাকিস্তান এবং বুধবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগ্রেসরা। তার আগে ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বলেছেন, ‘বিশ্বকাপে আমরা নিজেদের একটা ছাপ রাখতে চাই। অবশ্যই সব দলের বিপক্ষে জেতার জন্য খেলব আমরা।’

গত মাসে এই দক্ষিণ আফ্রিকাতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স খেলেছিল বাংলাদেশের মেয়েরা। হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার মতো দলকে। তবে বয়সভিত্তিক পর্যায় থেকে সিনিয়রদের বিশ্বকাপ যে ভিন্ন, সেটা মনে করালেন জাহানারা, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যবধান অনেক। আমাদের মেয়েরা সেই বিশ্বকাপে সাহসী ক্রিকেট খেলেছে। কিন্তু সিনিয়র দলে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে সব কিছুতে অনেক এগিয়ে।’

সূত্র: কালের কণ্ঠ