বিরোধীদের বিরোধিতায় বন্ধ বিমানঘাঁটি ও বন্দর নির্মাণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বড় ধাক্কা নরেন্দ্র মোদী সরকারের৷ দ্বীপরাষ্ট্র সেশেলসে ভারতের বিমানঘাঁটি ও বন্দর গড়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেদেশের বিরোধীরা৷ সেশেলসের সংসদে বিরোধীপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এই চুক্তিতে সমর্থন নেই তাদের৷ ফলে পরিস্থিতি যা তাতে আপাতত বিশ বাঁও জলে এই প্রকল্প৷

সেশেলস সংসদের বিরোধী নেতা ওয়াভেল রামকালাওয়ান জানিয়েছেন, এই চুক্তিতে তাদের সমর্থন নেই৷ এই চুক্তি এখন মৃত৷ সেশেলসের সংসদে বিরোধীদের পাল্লা অনেকটাই ভারী৷ ফলে বিরোধীদের এড়িয়ে এই চুক্তি কার্যকর করা সরকারের পক্ষেও কষ্টসাধ্য৷ জানা গিয়েছে, ২৬ মার্চ প্রেসিডেন্টে ড্যানি ফউরের সঙ্গে দেখা করবেন ওয়াভেল রামকালাওয়ান৷ প্রেসিডেন্টের সঙ্গে চুক্তির বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি৷

ভারত মহাসাগরে বিমানঘাঁটি ও বন্দর গড়তে মরিশাস ও সেশেলসের দুটি দ্বীপ কিনেছে ভারত৷ ভারত মহাসাগরীয় অঞ্চলে চিন তার প্রভাব বাড়াতে শুরু করেছে৷ তাই বেজিংয়ের ওপর চাপ বজায় রাখতে পাল্টা কৌশল হিসাবে এই দ্বীপে বিমানঘাঁটি তৈরির সিদ্ধান্ত নেয় দিল্লি৷

সেই মতো দুই দেশের মধ্যে চুক্তিও হয়৷ চুক্তি অনুযায়ী নৌবন্দর ও বিমানঘাঁটি বানাতে ভারত ৫৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে৷ সেই সঙ্গে দক্ষিণ ভারত মহাসাগরের ১.৩ মিলিয়ন স্কোয়ার এলাকা জুড়ে সামুদ্রিক জাহাজের উপর নজরদারি চালাবে নৌসেনা৷

এই রুট দিয়ে জলপথে মাদক,অবৈধ উপায়ে মাছ ধরে তা পাচার করা হয়৷ এছাড়া রয়েছে জলদস্যুদের দৌরাত্ম৷ এই ঘাঁটি তৈরি হলে এইসব অবৈধ কার্যকলাপে রাশ টানা সম্ভব হবে৷ ১১৩৫ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হবে এই ঘাঁটি৷ সেখানে সেশেলসের সেনাকে প্রশিক্ষণও দেবে ভারতের সেনা৷

বিরোধীদের মতে ভারতীয় কর্মীরা অধিক সংখ্যয় এখানে আসলে তাদের অর্থনীতি ও সমাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে৷ তাছাড়া এই চুক্তি দেশের সার্বভৌমত্বে আঘাত হানতে পারে বিদেশি রাষ্ট্র৷

কলকাতা ২৪*৭