শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিয়ের ১৮ বছরেও বাঙালি পুত্রবধূকে মেনে নেননি পঙ্কজ ত্রিপাঠীর মা

Paris
অক্টোবর ২৬, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:
ওটিটিতে আসার পর অভিনয়ে নজর কাড়িয়ে জনপ্রিয়তা তুঙ্গে ওঠে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর। কিন্তু তার ক্যারিয়ারের রেখচিত্র মসৃণ ছিল না, ছিল না তেমন উপার্জন। এমনও হয়েছে, স্ত্রীর উপার্জনের ওপরেই চলতে হয়েছে এই অভিনেতাকে। আট বছর নাকি সংসারের খরচ টেনেছেন পঙ্কজের জীবনসঙ্গী।

১৯৯৩ সালে বিয়ে হয় পঙ্কজের বোনের। মৃদুলার ভাইয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন পঙ্কজের বোন। সেই বিয়েতে উপস্থিত ছিলেন পঙ্কজ-মৃদুলা দুজনেই। সে থেকেই পরিচয়, এরপর প্রেম। ২০০৪ সালে বিয়ে করেন তারা। এখন প্রায় ১৮ বছরের বিবাহিত জীবন তাদের। এতগুলো বছর কেটে গেলেও বাঙালি মেয়ে মৃদুলাকে মেনে নিতে পারেননি পঙ্কজের মা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজের স্ত্রী মৃদুলা বলেন, ‘আমার শাশুড়ি আমাকে আজ পর্যন্ত মেনে নেননি। কারণ, এই সম্পর্ক ভালো হতে পারে, এটা তিনি মনেই করেন না।’

শুধু পঙ্কজের মা নয়, আপত্তি ছিল মৃদুলার বাড়িতেও। তারকা-পত্নীর কথায়, ‘আসলে আমাদের কোনও রক্তের সম্পর্ক ছিল না। তাছাড়া ওদের বাড়ির মেয়ের আমাদের বাড়ির ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই সময় এটা মেনে নেওয়া যেত না, একটি মেয়ে তার তুলনায় অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারে বিয়ে হয়ে আসবে। যেহেতু ওর দিদির আগেই আমাদের পরিবারে বিয়ে হয়, তাই আমার বাড়িতেও প্রথমে সেভাবে মেনে নেয়নি যে নিজের তুলনায় দুর্বল কোনও পরিবারে বিয়ে হোক। কিন্তু এখন আর কী-ই বা করা যাবে।’

এত বাধা সত্ত্বেও এই সবের প্রভাব পড়েনি পঙ্কজ-মৃদুলার সম্পর্কে। একসঙ্গে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন তারা, একটি কন্যাসন্তানও রয়েছে তাদের।

 

সর্বশেষ - বিনোদন