বিয়েবাড়ির সেমাই খেয়ে হাসপাতালে ৪২ জন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়েবাড়িতে সেমাই খেয়ে নারী-শিশুসহ ৪২ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মোট ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন। ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন সরকার জানান, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিয়ে করেন। সকালে মেহমানদের নাশতা করানোর জন্য বাজার করতে যান মফিজ উদ্দিন। বাজারে গিয়ে সেমাই, চিনির সঙ্গে ধান ও সবজি চাষে ব্যবহৃত কীটনাশক থিয়োভিট কিনে আনেন। বাড়ির নারীরা ভুলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করেন। মেহমানরা সেই সেমাই খেয়ে একে একে ৪২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৪০-৪২ জন অসুস্থ হয়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।