‘বিবৃতিই দিয়েছে রাশিয়া, সীমান্ত থেকে সরেনি সৈন্য’

রাশিয়া সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পর বুধবার প্রথমবারের মতো কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি দাবি করেছেন, বর্তমানে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করার বিষয়টি শুধুমাত্র বিবৃতিতেই বিদ্যমান আছে।

পূর্ব ইউরোপের একটি সেনা ঘাঁটিতে যাওয়ার পর গণমাধ্যম বিবিসিকে জেলেনস্কি বলেছেন, সত্যি বলতে বাস্তবে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রতিক্রিয়া দেখাই। আর আমরা এখন পর্যন্ত কোনো সৈন্য প্রত্যাহার করতে দেখিনি। আমরা শুধু এ ব্যাপারে শুনেছি।

তিনি জানিয়েছেন, সকল সাধারণ মানুষই উত্তেজনার নিরসন চায়।

তাছাড়া তিনি আরও জানিয়েছেন সামগ্রিকভাবে তারা শান্তই আছেন। কারণ দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির সঙ্গে বাস করছেন তারা।

এ ব্যাপারে ভলোদিমির জেলেনস্কি বলেন, হুমকির ক্ষেত্রে, আমি আগেই বলেছি আমরা শান্ত আছি। কারণ আমাদের মনে আছে এরকম পরিস্থিতি গতকাল শুরু হয়নি। কয়েক বছর ধরেই এমনটি (উত্তেজনা)চলছে।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া যখন সত্যি সত্যি সৈন্য প্রত্যাহার করবে তখন সবাই তা দেখবে। বর্তমানে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করার বিষয়টি শুধুমাত্র বিবৃতিতেই বিদ্যমান আছে।

 

সূত্রঃ যুগান্তর