বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ (১৯ জানুয়ারি, ২০১৯) গভীর রাতে (১টা ৩০ মিনিট) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল গিরিদারা ওভারব্রিজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০,৪০০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৬টি মোবাইল এবং ২,০২,৫৮০/- টাকাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়। মাদকবিরোধী এই বিশেষ অভিযানে তাঁর সাথে আরো ছিলেন সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী ও মো. শহিদুল হক।

আটককৃত মাদক কারবারিরা হলো : মো. ইকবাল হোসেন (৫০), মেহফুজ আহমেদ (অন্তর) (২৩). আশিক হোসেন (২৫), আবুল কাশেম (২৭) ও মো. কাউছার হোসেন (২২)। এরা সবাই পেশাদার মাদক কারবারি। র‌্যাবের এই অভিযান পরিচালনার সময় তাদের সাথে থাকা আরো দুই মাদক কারবারি কবির আহম্মেদ (৪০) ও আনিছুর রহমান (৩০) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে এরা জানায়, প্রতিনিয়ত কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।