বিপিডব্লিউএন এর রাজশাহী বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

নারী পুলিশ সদস্যদের পেশাদারিত্বের পূর্ণবিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও কল্যাণমূলক নারীবান্ধব কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর রাজশাহী বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৯ টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), সিএমপি ও সভাপতি, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক আমেনা বেগম, বিপিএম-সেবা, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সহ সভাপতি এ্যাডিঃ ডিআইজি শামীমা বেগম, অতিঃ পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিঃ ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ,  ফরিদা ইয়াসমিন, বিপিএম,এসএস (পাসপোর্ট), জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর পুলিশ সুপার খন্দকার শামীমা ইয়াসমিন প্রমুখ।

কর্মশালায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের বিভিন্ন স্তরের মোট ১০০ জন নারী পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। উক্ত সভায় বক্তারা মাঠ পর্যায়ে পুলিশিং-এ নারী প্রতিনিধিত্বের সাহসী ভুমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আগামী দিনের অপরাধ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।