বিপিএল সপ্তম আসর হবে ছয় ডিসেম্বর বলছে বিসিবি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বঙ্গবন্ধু বিপিএল’ শুরুর কথা ছিল ৬ ডিসেম্বর। মাঝে নানা সংশয় দেখা দিলেও বিসিবি আত্মবিশ্বাসী, নির্ধারিত তারিখেই শুরু হবে এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট কদিন আগে জালাল ইউনুস বলেছিলেন, ‘নির্ধারিত তারিখে (বিপিএল) শুরু হবে কিনা আমারও সন্দেহ আছে!’ বিপিএল নিয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধানের সংশয় থাকলেও আজ তিনি বেশ আত্মবিশ্বাসী। দুপুরে সাংবাদিকদের বললেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই (নির্ধারিত সময়ে হবে)। আগেই বলেছিলাম ৬ ডিসেম্বর থেকে শুরু হবে, এখনো সেটাই আছে।’

এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পৃষ্ঠপোষক নিয়ে বিশেষ বিপিএল আয়োজন করবে বিসিবি। প্রতিটি দলের মালিক যেহেতু বোর্ড, নতুন এই ধাঁচে আয়োজন করার প্রস্তুতিও কম নয়। মাত্র দুই মাসে এত বড় আয়োজনের প্রস্তুতি শেষ করা সম্ভব? প্রশ্নটা উঠেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের গুরুত্বপূর্ণ দুই সদস্য একবারেই নীরব হয়ে যাওয়ায়। বিশেষ করে বিসিবির প্রভাবশালী পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিকের নিষ্প্রভ হয়ে যাওয়াটাই বিপিএল নিয়ে বেশি সংশয় তৈরি করেছে। এক সপ্তাহের বেশি তাঁকে ফোনে পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন সেটিও বলতে পারছিলেন না বোর্ডের দায়িত্বশীল কেউ।

তবে জানা গেছে ইসমাইল হায়দার এই মুহূর্তে ভারতের বেঙ্গালুরুতে আছেন। আজ বিকেলে সেখান থেকেই তিনি  জানালেন, বিপিএল ঠিক সময়ে আয়োজন করা হবে, ‘এখনো পর্যন্ত ৬ ডিসেম্বরই থাকছে (বিপিএল শুরু হওয়ার তারিখ)। সোহেল ভাইও (শেখ সোহেল, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান) দেশে নেই। তিনি এলে আমরা বসব। তবে কাজ কিন্তু হচ্ছে। আকরাম ভাই কাজ করছেন। আর এবার বিপিএলের বিষয়টি বোর্ড সভাপতি নিজেই দেখছেন। নির্ধারিত সময়েই টুর্নামেন্ট হয়ে যাবে আশা করি।’