বৃহস্পতিবার , ১৮ জুলাই ২০১৯ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিপিএলে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত ওয়াটসন

Paris
জুলাই ১৮, ২০১৯ ১:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার কথা ছিল শেন ওয়াটসনের। তবে টুর্নামেন্টের আগে কাফ মাসলের চোটে পড়ায় সেবার খেলতে পারেননি তিনি। অবশেষে তার আক্ষেপ ঘুচতে যাচ্ছে।

বিপিএলের সপ্তম আসরে খুলনা টাইটানসের হয়ে মাঠ মাতাবেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার। ইতিমধ্যে তাকে চুক্তিভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে পুরো টুর্নামেন্টে খেলবেন তিনি।

টাইটানসের হয়ে বিপিএলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ওয়াটসন। বিশ্বের নামিদামি তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। এক ভিডিওবার্তায় অভিজ্ঞ অলরাউন্ডার বলেন, টাইটানসে যোগ দিতে পেরে আমি অনেক বেশি রোমাঞ্চিত। বিপিএলে আমি সবসময় খেলতে চেয়েছি। অবশেষে সেই সুযোগ পেলাম।

অজি অলরাউন্ডার বলেন, বিপিএলে বাংলাদেশের স্থানীয় ক্রিকেটার থেকে শুরু করে বিদেশি অনেক তারকা ক্রিকেটার খেলেন। শেষ পর্যন্ত সেই টুর্নামেন্টে নাম লেখাতে পারাটা আমার জন্য অবশ্যই বিশেষ কিছু। হাজারও টাইগার ক্রিকেটপ্রেমীর সামনে খেলতে পারাটা হবে দারুণ ব্যাপার।

প্রথমবারের মতো বিপিএলে মাঠে নামার অপেক্ষায় ওয়াটসন। একই সঙ্গে খুলনাকে প্রথম শিরোপা এনে দেয়ার লক্ষ্য তার। তিনি বলেন, বাংলাদেশের অবিশ্বাস্য ক্রিকেটপ্রেমীদের সামনে খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য বিশেষ ব্যাপার। খুলনার কোচিং-ম্যানেজমেন্ট প্যানেল একত্রিত হয়ে একটি দারুণ স্কোয়াড বানিয়েছে। আশা করছি, আমরা শিরোপা ঘরে তুলতে পারব। এ জন্য সর্বদা আমরা অপেক্ষা করে আছি।

সর্বশেষ - খেলা