বিপর্যয়ে জিম্বাবুয়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৫১ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে ছিল জিম্বাবুয়ে।  সেই জিম্বাবুয়ের হয়ে প্রতিরোধ দেওয়ার চেষ্টায় ছিলেন ম্যালকম ওয়ালার। যদিও সানজামুলের ২৬তম ওভারে ভেঙে যায় সেই প্রতিরোধ। ১৩ রানে প্রথম স্লিপে সাব্বিরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৮১ রানে ৫ উইকেট হারিয়ে আরও বিপর্যয়ে রয়েছে জিম্বাবুয়ে।

একই ওভারে দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়ালার। ফিরতি ক্যাচ লুফে নিতে পারেননি সানজামুল ।

টস হেরে খেলতে নামা জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা সাকিব আল হাসানের স্পিন দিয়ে করে বাংলাদেশ।  আর দ্বিতীয় বলেই সাফল্য পান বিশ্বসেরা অলরাউন্ডার। উইকেটের বাইরে এসে খেলতে গিয়েছিলেন ওপেনার সলোমন মিরে। তাতেই তার উইকেট ভেঙে স্টাম্পড করে দেন মুশফিকুর রহিম। এক বল বিরতি দিয়ে আবার সাকিবের আঘাত। এবার সরাসরি ক্যাচ উঠিয়ে দেন মিড উইকেটে সাব্বির রহমানের কাছে।

প্রথম ওভারে জোড়া আঘাতের পর কিছুক্ষণ সেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। ২৮ রান আসে জুটিতে। জুটি ভয়ানক হওয়ার আগেই ভেঙে দেন অধিনায়ক মাশরাফি। কট বিহাইন্ড হয়ে ১৫ রানে ফেরেন এই ওপেনার। সঙ্গী ব্রেন্ডন টেলরকেও থিতু হতে দেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২৪ রানে তার কাটারেই মুশফিকের তালুবন্দি হন টেলর।

 

বাংলাট্রিবিউন