বিধ্বস্ত বিমানের কেবিন ক্রু নাবিলার মেয়ে খালার বাসায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানের কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়ে ফারিকা তার খালার কাছে রয়েছে।

সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের ঘটনার সময় সন্ধ্যায় নাবিলার বাজার গৃহকর্মী তাকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে রাতেই উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করে ক্রেবিন ক্রুর পরিবার।

এর পর পুলিশ ওই গৃহকর্মীকে আটক করে। শিশুটিকে তিনি চুরি করেননি বলে জানান। বরং দুর্ঘটনার পর শিশুটিকে নাবিলার বোন নিজ বাসায় নিয়ে গেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন শিশুটির খোঁজ পাওয়ার খবর নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে নাবিলার দেবর বেল্লাল হোসেইন যুগান্তরকে বলেন, দুই সপ্তাহ আগে ফারিকাকে দেখার জন্য ওই কাজের বুয়াকে নিয়োগ দেন। ওই কাজের বুয়ার নাম আমরা কেউ জানি না। নাবিলার মৃত্যুর খবর প্রকাশের পর পরিবারের সবাই শোকাহত। এ সুযোগে কাজের বুয়া নাবিলার দুই বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। নাবিলা সাধারণত মেয়েকে কাজের বুয়ার কাছে রেখেই কাজে যান।

যুগান্তর