বিদেশি সেনা উপস্থিতির অবসান ঘটাতে চায় ইরাক

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সুইজারল্যান্ডে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইট লাইন বৈঠকে সুদানি ন্যাটো জোটের মহাসচিবকে জানান, বিদেশি সেনা উপস্থিতির অবসান ঘটানোর জন্য বাগদাদ সরকার প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করেছে।

খবর ওয়াল স্ট্রিট জার্নাল।বৈঠকে স্টোলটেনবার্গ বলেন, বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবশিষ্ট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দেশটির সরকার সাফল্যের পরিচয় দিয়েছে। এ সময় ইরাকের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে তার সংস্থার প্রবল আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

জবাবে সুদানি বলেন, বিদেশি সেনা প্রত্যাহার করার পরও দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় মিত্র দেশগুলোর কাছ থেকে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ গ্রহণের ব্যাপারে সহযোগিতা করতে বাগদাদ প্রস্তুত থাকবে।

চার বছর আগে ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি সেনা কমান্ডার কাশেম সোলেমানিসহ আরও বেশ কয়েকজন মার্কিন বিরোধী ইরাকি-ইরানি সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের হত্যা করার পর ইরাকি পার্লামেন্ট দেশটি থেকে বিদেশি সেনা বহিষ্কারের জন্য একটি আইন পাস করে।