মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিদেশি তারকা ক্রিকেটাররা কে কোন দলে

Paris
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ১১:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আগামী শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে দেশি-বিদেশি মিলে ৩০১ ক্রিকেটারের মধ্যে থেকে পছন্দের ক্রিকেটার বেছে নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটের আগেই অংশ নেওয়া দলগুলো বিদেশি তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে ফেলেছে। ৩১ জন বিদেশি খেলোয়াড়কে চূড়ান্ত করেছে দলগুলো।

 

৩১ জনকে বাইরে রেখেই হবে প্লেয়ার্স ড্রাফট। এছাড়া সাত আইকন ক্রিকেটারকে সমঝোতার মাধ্যমে দলগুলো নিয়ে নেওয়ায় তারাও থাকবেন না প্লেয়ার্স ড্রাফটের তালিকায়।

গতবার বরিশাল বুলসের হয়ে মাঠ মাতিয়েছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এ বিস্ফোরক ব্যাটসম্যান এবার খেলবেন চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে চট্টগ্রাম ভাইকিংসে নাম লিখিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

আগের ঠিকানা ঢাকা ডাইনামাইটসে রয়েছেন কুমারা সাঙ্গাকারা। এই দলে এবার তার সঙ্গী হচ্ছেন ক্যারিবিয়ান তিন ক্রিকেটার ডোয়াইন স্মিথ, এভিন লুইস ও আন্দ্রে রাসেল। শুধু তাই নয়, বন্ধু মাহেলা জয়াবর্ধনেকে পাচ্ছেন তিনি। আন্দ্রে রাসেল গতবার খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এবার যোগ দিলেন ঢাকাতে।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগের বিদেশি খেলোয়াড়দের মধ্যে ধরে রাখতে পেরেছে কেবল আশহার জাইদিকে।

সিলেট সুপারস্টার্সে খেলা পাকিস্তানি শহিদ আফ্রিদি এবার খেলছেন রংপুরের হয়ে। আফ্রিদি সঙ্গী হিসেবে পাচ্ছেন গত যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ পারফরম্যান্স করা গিডরন পোপকে।

গত আসরে খেলা হয়নি রাজশাহী ও খুলনার। দু’টি দলই এবার ফিরছে বিপিএলে। খুলনাকে কিনে নিয়েছে জেমকন গ্রুপ। খুলনা এবার খেলবে খুলনা টাইটানস নামে। খুলনার উল্লেখ্যযোগ্য খেলোয়াড় বলতে ক্যারিবিয়ান ক্রিকেটার কেভিন কুপার। এছাড়া রাজশাহী নিশ্চিত করেছে ড্যারেন স্যামি ও মোহাম্মদসামিকে।

আগামী ০৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল-এর এবারের আসর। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে।

সাত দলের বিদেশি তারকা ক্রিকেটার

 

কুমিল্লা  ভিক্টোরিয়ান্স: সোহেল তানভীর (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), আশহার জাইদি (পাকিস্তান), নুয়ান কুলাসেকেরা (শ্রীলংকা), থিসারা পেরেরা (শ্রীলংকা)।

খুলনা টাইটানস: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), কেভিন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়াসেলস (ইংল্যান্ড), বিনি হাওয়েল (ইংল্যান্ড) ও মো. হাম্মদ আজগর (পাকিস্তান)।

ঢাকা ডায়নামাইটস: কুমারা সাঙ্গাকারা (শ্রীলংকা), মাহেলা জয়াবর্ধনে, (শ্রীলংকা) আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), রবি বোপারা (ইংল্যান্ড)।

 
বরিশাল বুলস: দিলশান মুনাবিরা (শ্রীলংকা)

 

চিটাগাং ভাইকিংস: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্টইন্ডিজ) শোয়েব মালিক (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলংকা), মোহাম্মদ নবী, (আফগানিস্তান)।

রাজশাহী: ড্যারেন সামি, (ওয়েস্ট ইন্ডিজ) মোহাম্মদ সামি (পাকিস্তান)।

রংপুর রাইডার্স: শহিদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান),বাবর আজম (পাকিস্তান) দাসুন সানাকা (শ্রীলংকা) মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান) গিড্রন ডারমেইন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড জেমস গ্লেসন (ইংল্যান্ড)।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা