বিটিসিএল’র ফোনের সঙ্গে মোবাইল সংযোগ ১২ ঘণ্টা বিচ্ছিন্ন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সঙ্গে প্রায় ১২ ঘণ্টা মোবাইল গ্রাহকদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কারিগরি ত্রুটির কারণে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে বিটিসিএলের ল্যান্ড ফোন থেকে কোনো মোবাইল ফোনে কিংবা মোবাইল ফোন থেকে ল্যান্ড ফোনে কল দেওয়া সম্ভব হয়নি।

দুপুরে বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে মগবাজার বিটিসিএলের এএনএস গেটওয়ে এক্সচেঞ্জের কয়েকটি ‘সিগনালিং কার্ডে’ ত্রুটি দেখা দেয়। এতে বিটিসিএলের সঙ্গে মোবাইল গ্রাহকদের যোগাযোগ সকাল থেকে বিচ্ছিন্ন রয়েছে। ” পরে সন্ধ্যা পৌনে ৬টায় বিটিসিএলের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারিগরি ত্রুটি সারিয়ে ল্যান্ড ফোনের সঙ্গে মোবাইল গ্রাহকদের যোগাযোগ পুনরায় চালুর কথা জানানো হয়।

জানা গেছে, মোবাইলের সঙ্গে বিটিসিএলের যোগাযোগ বিচ্ছিন্ন থাকাকালে ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও সিলেটের গ্রাহকদের সঙ্গে মোবাইল থেকে যোগাযোগ করা যায়নি। তবে যোগাযোগ সচল ছিল বগুড়া ও বরিশালের গ্রাহকদের।

সূত্র: বাংলা ট্রিবিউন