বিটিভির জন্য ভাষা দিবসের নাটক লিখলেন মামুনুর রশীদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভাষা দিবসের জন্য একটি নাটক লিখেছেন বরেণ্য অভিনেতা, নির্দেশক মামুনুর রশীদ। নাটকটির নাম ‘পাগলা ঘণ্টা’। এটি একুশে ফেব্রুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।

নাটকটি প্রযোজনা করছেন ফজলে আজিম জুয়েল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মামুনুর রশীদ, জয়রাজ, সুষমা সরকার, আবদুল্লাহ রানা। নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ। ১৩ ফেব্রুয়ারি বিটিভির নিজস্ব সেটে নাটকটির শুটিং শুরু হবে। এ নাটক সম্পর্কে মামুনুর রশীদ বলেন, ‘রাজশাহী জেলে ১৯৫২ সালের এই সময়ে কিছু ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো নিয়েই এ নাটকটির গল্প তৈরি করেছি।

সে সময় একদল কিশোর ছাত্রকে গ্রেফতার করে রাখা হয়েছিল রাজশাহী জেলখানায়। তখন কয়েকবার জেলে পাগলা ঘণ্টা বাজাতে হয়েছিল। এগুলোসহ প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে নাটকটির গল্প তৈরি করেছি। আশা করছি, নাটকটি দর্শক বেশ আগ্রহ নিয়েই দেখবেন।’

অন্যদিকে বরাবরের মতো অভিনয়ে নিয়মিত কাজ করছেন তিনি। বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। নাটকগুলো হল কচি খন্দকারের পরিচালনায় ‘বাঙ্গি টেলিভিশন’ ও শামীম জামানের পরিচালনায় ‘চাটাম ঘর’। এ ছাড়া সম্প্রতি দুটি সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ। এগুলো হল- গাজী রাকায়েতের পরিচালনায় ‘গোর’ এবং অরুণ চৌধুরীর পরিচালনায় ‘মায়াবতী’। শিগগিরই ছবি দুটি মুক্তি পাবে বলে জানা গেছে।