বিজয়নগরে টিভির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৪ আগস্ট) রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টিভির গোডাউনে আগুন লাগার খবর পাই সন্ধ্যা সাড়ে ৬টায়। খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। সবশেষ খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবমিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১৩টি ইউনিটের ১১০ জন কর্মী একযোগে কাজ করে। একইসঙ্গে পুলিশ, স্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

সূত্রঃ জাগো নিউজ