মঙ্গলবার , ৬ জুন ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: জেলার শ্রেষ্ঠ পুঠিয়ার বালিকা বিদ্যালয়

Paris
জুন ৬, ২০১৭ ৮:৩২ অপরাহ্ণ

মইদুল ইসলাম মধু:
রাজশাহী কলেজের সম্মেলন কক্ষে আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে ও রাজশাহী জেলা প্রশাসকের আয়োজনে জেলা পর্যায়ে দু’দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে গত ৫ জুন সোমবার। এ মেলায় রাজশাহী জেলার শ্রেষ্ঠ স্টল হিসেবে উত্তীর্ণ হয়েছে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
 
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু জানান, জেলা পর্যায়ে এ প্রতিযোগিতায় রাজশাহী জেলার নয়টি উপজেলা ও মহানগর মিলে মোট  ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) অংশগ্রহন  করে। এদের মধ্যে জেলা ও মহানগরের ২৭ টি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে মেলার শ্রেষ্ঠ স্টলের পুরুস্কার ছিনিয়ে এনেছে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ স্টলের পুরুস্কার সরুপ বিজয়ী প্রতিষ্ঠান পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষর্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন রাজশাহী জেলার নবাগত জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরিফ।

 

এদিকে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এ অর্জনকে স্বাগত জানিয়েছেন পুঠিয়া উপজেলাবাসী। পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার মন্ডল জানান, শ্রেষ্ঠ স্টলের পুরুস্কার পাওয়াতে স্কুলের শিক্ষার্থী ও এর সঙ্গে জড়িত শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য যে, রাজশাহী জেলার নয়টি উপজেলা ও মহানগরে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জেলা পর্যায়ে আয়োজিত মেলার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মেলায় প্যাসকেলের বলবৃদ্ধিকরণ, স্মার্ট গার্বেজ মনিটরিং সিস্টেম, সাশ্রয়ী গ্যাস তৈরিসহ বিভিন্ন প্রদর্শনী স্থান পেয়েছিল। প্রদর্শনীর শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত করে তাদের পুরস্কার স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর