বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিজয় উল্লাস শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা

Paris
নভেম্বর ৬, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সময় যত গড়াচ্ছে, জয়ের ততোই জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের শক্ত ঘাটির পাশাপাশি দোদুল্যমান দুই অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তিনি। ২৭০ এর ম্যাজিক সংখ্যায় পৌঁছাতে ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ২২ ভোট। তিনি এরই মধ্যে পেয়েছে ২৪৮ ইলেকটোরাল ভোট। সেখানে কমলা পেয়েছেন ২১৪টি। ফলে এরই মধ্যে বিজয় উল্লাস শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা। বিজয় তারা নিশ্চিত ধরেই রেখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ দুই রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়াতে জয় পেয়েছেন ট্রাম্প।

এই দুই রাজ্যে ইলেক্টরাল ভোটের সংখ্যা ৩২টি। এর মাধ্যমে ট্রাম্পের ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭টিতে।
এদিকে শুরু থেকেই পিছিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মাঝে দূরত্ব কিছুটা কমলেও ট্রাম্পকে ধরতে পারেননি তিনি।

২১৪টি ভোট পেয়েছেন কমলা। জয় পেতে তাকে পেতে হবে আরও ৫৬ ভোট।
আরেক সুইং স্টেট পেনসিলভেনিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প। ৯৩ দশমিক ৭ শতাংশ ভোট গণনা হয়েছে এই রাজ্যে।

সেখানে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। এই অঙ্গরাজ্যে ইলেকট্ররাল ভোটের সংখ্যা ১৯। এখানে জিতে গেলে ট্রাম্পের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আরেক সুইং স্টেট অ্যারিজোনায় এগিয়ে আছেন ট্রাম্প।
এখানে ৫২ শতাংশ ভোট গণনার পর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই প্রার্থীর।

সর্বশেষ - আন্তর্জাতিক