বিচার বহির্ভূত হত্যা ও গুম বন্ধের দাবি পাশতুনদের

পাশতুন তাহাফফুজ মুভমেন্টের (পিটিএম) ব্যানারে পাশতুন জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ খায়বার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানে জমায়েত হয়েছেন। গত রবিবার তারা সেখানে জমায়েত হন।

পাকিস্তান সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে, বিশেষ করে বাছবিচারহীনভাবে আটক ও পাশতুনদের গুম করে দেওয়ার ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতেই তারা জমায়েত হন।

মানবাধিকারকর্মী খর বিবি এক টুইট বার্তায় জানান, পাশতুনদের সঙ্গে রাষ্ট্রীয় বর্বরতার বিরুদ্ধে হাজার হাজার পাশতুন উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহে জমায়েত হয়েছিল।

পাকিস্তান সিনেটের সাবেক সদস্য আফরাসিয়াব খাত্তাক টুইট করে বলেন, রাজ্যের দমন-পীড়নের বিরুদ্ধে পিটিএম নিজেদের কাজ অব্যাহত রেখেছে। এটা জেনে আনন্দ হচ্ছে যে, অন্য রাজনৈতিক দলগুলো সত্যিকারের দখলদারদের চিহ্নিত করার মতো সাহস জাগিয়ে তুলেছে।

পিটিএম এর তরুণ প্রধান মানজুর পাশটিন দাবি জানিয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, অবৈধভাবে আটক ও গুম করে দেওয়ার থামাতে হবে।

পিটিএম-এর অভিযোগ, খায়বার পাখতুনখাওয়া এবং বালুচিস্তান থেকে গত ১০ বছরে ৩০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়ে গেছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ