বিকাশে প্রতারণার নতুন কৌশল, সাবধান!

নিজস্ব প্রতিবেদক:

বিকাশ একাউন্ট থেকে প্রতারণার নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে প্রতারক চক্র। তারা বিকাশ মোবাইল গ্রাহকদের নম্বরে ফোন করে প্রথমে বিকাশ কাস্টমার কেয়ার থেকে ফোন করার কথা বলছে। এরপর ফোনকারীর নিকট জানতে চাইছে, তার নম্বরটিতে বিকাশ করা আছে কিনা। বিকাশ করা থাকলে তারা কৌশলে একাউন্ট ভেরিফাইডের কথা বলে কৌশলে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর জানতে চাইছে।

যেসব মোবাইল ব্যবহারকারী সরল মনে তাদের ন্যাশনাল আইডি কার্ডের নম্বর বলে দিচ্ছেন, তাদের বিকাশ একাউন্ট হ্যাক করে অর্থ উত্তোলন করে নিচ্ছে প্রতারক চক্র।

বুধবার দুপুরে এই প্রতিবেদককে ফোন করেও (০১৮৪৮৩৪৭৯০০ নম্বর থেকে) একই পদ্ধতিতে বিকাশ একাউন্ট হ্যাক করার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ায় প্রতিবেদক তার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর না বলায় সঙ্গে সঙ্গে প্রতারক টক্র ফোন কেটে দেয়।

কাজেই বিকাশ একান্ট ব্যবহার করে যেসব গ্রাহক অর্থের লেনদেন করছেন, তাদের সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হলো। কখনো অপরিচিত নম্বর থেকে ফোন করে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর জানতে চাইলে কাউকে সেটি বলবেন না।

সআর