বিএসটিআই’র অভিযানে পেট্রোল পাম্পকে মামলা-জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) অভিযানে পেট্রোল পাম্পকে মামলা ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম, নাটোর ও বিএসটিআই, রাজশাহী’র যৌথ উদ্যোগে বড়াইগ্রাম উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিমাপে ত্রুটি থাকায় বড়াইগ্রামের ধানাইদাহের মেসার্স কাজল স্বর্ণা ফিলিং স্টেশনকে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ এর আওতায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর ফিল্ড অফিসার রকিবুল হাসান রিপন, পরিদর্শক আবুল কায়েম। এছাড়া গত ১৪ ফেব্রুয়ারি বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে পাবনার কাশিনাথপুরের মেসার্স ফাতেমা সিন্ডিকেট ফিলিং স্টেশনকে নিয়মিত মামলা দেওয়া হয়।

এএইচ/এস