বিএসএমএমইউতে নার্স নিয়োগ : সকালে পরীক্ষা রাতে ফল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র ১১ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আইডিয়াল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও কলেজসহ মোট ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।মেধার মূল্যায়ন নিশ্চিতে লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার মাত্র ১১ ঘণ্টার মধ্যেই (রাত সাড়ে ৯টায়) ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। মোট ৬০০ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার আটশ ২১ জন।

bsmmu

bsmmu

এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও দিক নির্দেশনা দেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার  অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম প্রমুখ ছাড়াও ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সূত্রঃ জাগো নিউজ