রাজশাহীতে আরটিজেএ’র মানববন্ধন

বিএমডিএ’র চেয়ারম্যান ও ইডিকে অপসারণে সাংবাদিকদের ১৫ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে এটিএন নিউজের সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার ঘটনায় রেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান ও নির্বাহী পরিচালক আব্দুর রশিদের অপসারণে দাবিতে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘটনায় দায়ী বিএমডিএ’র এই শীর্ষ দুই কর্মকর্তার অপসারণে ১৫দিনের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

এসময় বক্তারা বলেন, বিএমডিএ’র প্রধান কার্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলা ঘটনায় জড়িত নির্বাহী পরিচালক আব্দুর রশিদসহ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেগম আখতার জাহান। কথিত বরখাস্তের আদেশ সাংবাদিকদের দেখালেও বাস্তবে তা কার্যকর করা হয় নি। ফলে সাময়িক বরখাস্ত হওয়া মামলার আসামীরাও নিয়মিত পূর্ণাঙ্গ বেতন-ভাতা তুলছেন।

বক্তারা আরো বলেন, হামলার নির্দেশদাতা বিএমডিএ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে অপসারণের প্রতিশ্রুতি দিলেও তা করেন নি। বরং বিএমডিএ’র নাটোরের খাল খনন প্রকল্পের পিডি সুমন্ত কুমার বসাক, পুকুর খনন প্রকল্পের পিডি শরিফুল ইসলাম ও নওগাঁতে খাল খনন প্রকল্পের সহকারী প্রকৌশলী সানজিদা আক্তার মলি নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট আব্দুর রশিদের সুরক্ষা বলয় হিসেবে কাজ করছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহানকে অপসারণে কৃষিমন্ত্রীকে ১৫দিনের সময় বেঁধে দেন সাংবাদিক নেতারা। তা না হলে আরো কঠোর কর্মসুচি পালনেরও ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, আরটিজেএ’র সভাপতি মেহেদী হাসান শ্যামল, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, সাবেক নির্বাহী সদস্য জাবীদ অপু, আরটিজেএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি আমির ফয়সাল, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বাংলাদেশ ফটোসাংবাদিক অ্যাসোসিয়েন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) অ্যাডভোকেট দিল সিতারা চুনি, মহিলা পরিষদের রাজশাহী শাখার সভাপতি কল্পনা রায়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএটিভির রাজশাহী ব্যুরো চিফ জিয়াউল গনি সেলিম ও সময় টিভির ব্যুরো চিফ সাইফুর রহমান রকি।

মানববন্ধনে সংহতি জানিয়ে অংশগ্রহণ করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন,রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী ওমেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বিএমডিএ সদর দপ্তরে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার হন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবীব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর রাজপাড়া থানায় হত্যাচেষ্টার মামলা দয়ের করেন বুলবুল হাবিব। ওই মামলায় বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশিদ হুকুমের আসামি ছিলেন।