‘বিএনপি ক্ষমতার দিকে পা পা করে এগোচ্ছে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামীতে ক্ষমতায় যাবে বিএনপি। সেই লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাঁদের দল।  আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

 

স্বাধীনতা অধিকার আন্দোলন নামে একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে ভারতের সঙ্গে ‘সার্বভৌমত্ববিরোধী চুক্তি’ বাতিল ও তিস্তাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানানো হয়।

 

মানববন্ধনে দেওয়া বক্তৃতায় দুদু বলেন, ‘বিএনপি ক্ষমতার দিকে পা পা করে এগোচ্ছে। হাসিনার পা পা করে ক্ষমতা থেকে ছিটকে পড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এক থেকে দেড় বছরের মধ্যে যেটা বাস্তবতা সামনে আসবে, সেটি হচ্ছে বিএনপি, ২০-দল সরকার গঠন করবে। আর বিরোধী আসনে বসতে হবে আওয়ামী লীগ ও ১৪ দলকে।’

 

শামসুজ্জামান দুদু আরো বলেন, ‘ভারতীয় সেনাপ্রধানের ঘন ঘন বাংলাদেশ সফর সন্দেহজনক।’ তাঁর দাবি, বিএনপির ক্ষমতায় যেতে জনগণের ভোট ছাড়া কখনো কাউকে প্রয়োজন হয়নি।

 

মানববন্ধনে অন্য কয়েকজন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ভারতের সঙ্গে যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো হয়েছে, সেগুলো প্রকাশের দাবি জানান।

সূত্র: এনটিভি