‘বিএনপি কোনো কথা খুঁজে পাচ্ছে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি আজ কোনো কথা খুঁজে পাচ্ছে না। আবার দেখলাম জুডিশিয়াল ইনকোয়ারিও চাচ্ছে। মানে যখন কিছু না পায় তখন তো একটা কিছু বলতে হবে।’

 

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।

 

বক্তব্যের শুরুতে অবাধ, সুষ্ঠু ‍ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতার জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আইভীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি নারায়ণগঞ্জবাসীকেও ধন্যবাদ জানান।

 

সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘প্রশাসনের কর্মকর্তাদেরও ধন্যবাদ জানাই। কারণ তারা সবাই তো আমার নির্দেশ চায়। আমার একটা নির্দেশ ছিল যে, নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ। সাধারণ মানুষ যেন ভোটটা সঠিকভাবে দিতে পারে। আমার বিশ্বাস ও আস্থা ছিল জনগণের প্রতি বিশেষ করে নারায়ণগঞ্জের ভোটরদের প্রতি, যে তারা ভোট দেওয়ার সুয়োগ পেলে নৌকা মার্কায় ভোট দেবে। আইভীকে ভোট দেবে।’

 

তিনি বলেন, ‘বিএনপিকে আমি একটা কথা বলব, আজকে তারা কোনো কথা খুঁজে পাচ্ছে না। কী বলবে, মানে কোথায় কী আছে। আবার দেখলাম জুডিশিয়াল ইনকোয়ারিও চাচ্ছে। মানে যখন কিছু না পায় তখন তো একটা কিছু বলতে হবে। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হলো- বিএনপির জন্মটাই হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। তাদের ইতিহাসই হলো নির্বাচনে ভোট কারচুপির।’

সূত্র: রাইজিংবিডি