বিএনপি কর্মীর মুক্তি দাবিতে আরিফের অবস্থান কর্মসূচি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেট সিটি নির্বাচনে বিএনপির দুই কর্মীকে ডিবি পুলিশ পরিচয়ে শুক্রবার রাতের আঁধারে তুলে নিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে দক্ষিণ সুরমা ও কোতোয়ালি থানায় ছুটে যান বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করলে প্রচারণার কর্মসূচি বাতিল করে বেলা আড়াইটা থেকে নগরীর উপশহরের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয় গেটে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন আরিফুল হক চৌধুরী।

আটক দুই কর্মীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

অবস্থান কর্মসূচিতে আরিফুল হক চৌধুরীর সঙ্গে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আরিফের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ হক, হবিগঞ্জের পৌর মেয়র জি কে গৌছসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীসহ অর্ধশতাধিক কর্মী-সমর্থক।