বিএনপির ৩০০ নেতাকর্মী আটক, অফিস থেকে ১৫ ককটেল উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয় থেকে প্রায় ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও সেখান থেকে ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপির কার্যালয়ে অভিযান শেষ করে সাংবাদিকদের একথা তিনি বলেন।
হারুন অর রশীদ বলেন, ১০ ডিসেম্বর বিএনপির একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে।

আমাদের কমিশনার মহোদয় তাদের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুমতি দিয়েছিল। সমাবেশের এখনো তিন-চার দিন বাকি আছে।

কিন্তু তারা এরই মধ্যে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে রাস্তা বন্ধ করে বসে পড়লেন। কেন রাস্তা বন্ধ করা হয়েছে পুলিশ জানতে চাইলেই তারা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে তারা ককটেল বিস্ফোরণ করে পুলিশকে লক্ষ্য করে। এরই পরিপ্রেক্ষিতে আমরা পার্টি অফিসে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম অবিস্ফোরিত ককটেল রয়েছে। আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ডিবি প্রধান বলেন, বিএনপি কার্যালয়ে ১৬০ বস্তা চাল পাওয়া গেছে। এত চাল দিয়ে কি করতো বিএনপির নেতাকর্মীরা তাই এখন বড় প্রশ্ন। তারা এখানে কি করতে চেয়েছিল তাও এখন বোঝা যাচ্ছে না।
তিনি বলেন, বিএনপি অফিসে ২ লাখ টাকা পাওয়া গেছে। এত টাকাই বা কেনো আনা হয়েছিলো তা দেখার প্রয়োজন রয়েছে। এত টাকা দিয়ে কি করতো তা ক্ষতিয়ে দেখা হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ককটেল হামলা চালিয়েছে। এতে পুলিশের ৫০ সদস্য আহত হয়েছে। যারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে ডিবি প্রধান বলেন, আমরা এই অফিস থেকে ৩০০ জনকে আটক করেছি। যাদের আটক করেছি তাদের বিষয়ে যাচাই বাছাই করা হবে৷ যদি কেউ নির্দোষ হয় তবে তাকে ছেড়ে দেওয়া হবে। যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সূত্র: বাংলা নিউজ