বিএনপি’র আমলে দেশের রেলপথ ছিলো উন্নয়ন বঞ্চিত : রেলমন্ত্রী

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বিএনপি’র আমলে দেশের রেলপথ ছিলো উন্নয়ন বঞ্চিত, শতভাগ অবহেলিত। নতুন রেল লাইন সম্প্রসারণ, পুরাতন রেললাইন সংস্কারসহ  কোন উন্নয়নই হয়নি বিএনপি’র আমলে। রোববার দুপুরে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা বাইপাস রেললাইনের  উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী মুজিবুল হক এমপি।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজি রফিকুল আলম, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম প্রমুখ।
রেল মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ১২০ টি রেলষ্টেশন বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৬০ টি ষ্টেশন চালু করেছে। পর্যায়ক্রমে সকল জেলার সাথে রেল যোগাযোগ গড়ে তোলা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়। তাই দেশের উন্নয়নের ধারাকে ধরে রাখার জন্য আওয়ামলীগের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বানও জানান মন্ত্রী।
পরে, নবনির্মিত আমনুরা বাইপাস রেলষ্টেশন থেকে পতাকা নেড়ে আন্তঃনগর ট্রেন পদ্মার সংযোগ হিসেবে সাটল ট্রেনের উদ্বোধন করেন মন্ত্রী ।

স/অ