বায়ার্ন-বরুশিয়া ম্যাচের রেফারির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

জার্মান বুন্দেসলিগার হাইভোল্টেজ ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও বুরুশিয়া ডর্টমুন্ড। এই ম্যাচে বুরুশিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন। ম্যাচের এক পর্যায়ে ২-২ গোলে সমতা বিরাজ করছিল। এরপর রেফারি একটি পেনাল্টির বাশি বাজায় বুরুশিয়ার বিরুদ্ধে এবং সেই পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন লেভানদোস্কি। ওই পেনাল্টির সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছেন না বুরুশিয়া ডর্টুমন্ড তারকা বেলিংহাম।

ম্যাচে বায়ার্নের পক্ষে রেফারি ফিক্সিং করেছে বলেও অভিযোগ এনেছেন বেলিংহাম। তিনি বলেন, ‘আমার কাছে এটি পেনাল্টি ছিল না। এমনকি ম্যাট হামেলস বলের দিকেও তাকায়নি। সে বলটার দখল নেওয়ার জন্য লড়াই করছিল এবং এটা তাকে হালকা আঘাত করেছিল। সে বলের দিকেই তাকায়নি।’

তিনি আরো বলেন,‘আপনি ম্যাচের অন্য সিদ্ধান্তগুলো দেখুন। আপনি জার্মানীর সবচেয়ে বড় ম্যাচে এমন একজন রেফারি দিলেন যে ম্যাচের আগেই ফিক্সিং করে নিয়েছিল, তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন?’

 

সুত্রঃ কালের কণ্ঠ