বাড়ছে উত্তেজনা, দক্ষিণ চীনা সাগরে মার্কিন নৌবাহিনীর মহড়া

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক। এমন পরিস্থিতির মাঝেই বেইজিংয়ের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে দক্ষিণ চীনা সাগরে মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী যুদ্ধজাহাজ সামরিক মহড়া চালিয়েছে। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র নিজেই এ ধরনের একটি বিবৃতি দেওয়ায় বেইজিংও কঠোর অস্থানে যেতে পারে। মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস রোনাল্ড রিগ্যানের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ ফ্লাইট অপারেশন, হাইএন্ড মিলিটারি স্টাবিলিটি অপারেশন এবং সামরিক মহড়া চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিকসহ নানা ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এই মহড়ার ঘটনা ঘটল। নতুন করোনা ভাইরাস মোকাবিলায় চীনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র সমালোচনা করে আসছে।

বিডি প্রতিদিন