বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর আরও ৩ সহপাঠীর সাক্ষ্য গ্রহণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের মামলায় নিহতদের আরও তিন সহপাঠী আদালতে সাক্ষ্য দিয়েছে।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে তারা সাক্ষ্য দেয়। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজদিন ধার্য করেন। এ নিয়ে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।সাক্ষ্য দেয়া তিন সহপাঠী হল- নাঈম রহমান, জয়ন্ত রানী দাস ও প্রিয়াংকা। এ তিন শিক্ষার্থী ওই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল।

এ মামলার আসামিরা হলেন- জাবালে নূর পরিবহনের দুটি বাসের মালিক শাহাদাত হোসেন ও জাহাঙ্গীর আলম, দুই চালক মাসুম বিল্লাাহ ও জুবায়ের সুমন এবং দুই চালকের দুই সহকারী এনায়েত হোসেন ও কাজী আসাদ। এদের মধ্যে শাহাদাত হোসেনের মালিকানাধীন বাসটির চাপায় দুই শিক্ষার্থী মারা যায়। আসামিদের মধ্যে কাজী আসাদ ও জাহাঙ্গীর আলম পলাতক। বাকি চারজন কারাগারে।