বার্সেলোনাকে জিতিয়ে যা বললেন সেই ‘বিস্ময় বালক’ (ভিডিও)

গেটাফের বিপক্ষে প্রায় মাসখানেক আগে সর্বশেষ জয় পেয়েছিল বার্সেলোনা। এর পর হার আর ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে ৩-০ গোলে হারের পর গ্রানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সা। এর পর দুর্বল দল কাদিজের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জয়ের দেখা পেল বার্সা। সমর্থকদের দুঃখও ঘুচল। পাকাপোক্ত হলো কোচ কোম্যানের চাকরি।

রোববার রাতে ন্যু ক্যাম্পে একচেটিয়া খেলে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

এমন দুর্দান্ত জয়ের নায়ক অভিজ্ঞ মেমফিস আর বার্সার সেই ‘বিস্ময় বালক’ আনসু ফাতি। বার্সার ১০ নম্বর জার্সিটা এখন তার গায়েই জড়িয়েছে।

প্রশ্ন উঠেছিল, লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি হতে পারবেন কি ফাতি? আর ৩২২ দিন পর মাঠে ফিরেই ফাতি বুঝিয়ে দিলেন মেসির যোগ্য উত্তরসূরি হতে প্রস্তুত তিনি।

৮১ মিনিটে বদলি হিসাবে নেমে যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে ফেরাটা রাঙান ১৮ বছর বয়সি স্প্যানিশ ফরোয়ার্ড।

ফেরাটা এভাবে রাঙাতে পারবেন, ভাবতে পারেননি স্বয়ং এই ফরোয়ার্ড।

দারুণ ছন্দে থাকা অবস্থায় গত নভেম্বরে চোট পান ফাতি। তার আগে মেসির সঙ্গে তাল মিলিয়ে বার্সার জয়রথে গোল করে যাচ্ছিলেন। পেয়েছিলেন বিস্ময় বালক তকমা।

একাধিকবার অস্ত্রোপচারের পর রোববার লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ পর্যন্ত ১০ মাস পর খেলতে পারলেন কোনো ম্যাচ।

তিন ম্যাচ পর জয়, ফাতির গোল, সব মিলিয়ে বার্সেলোনার জন্য দিনটি যেন প্রাপ্তির। গ্যালারিতে ছিলেন ফাতির স্বজনরা। ভক্তদের সঙ্গে গোল উদযাপনে মেতেছিলেন তারাও।

ম্যাচ শেষে কঠিন সময়ে তার পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফাতি।

বললেন, ‘এমন ফেরা আমি কল্পনাও করিনি। চিকিৎসক ও ফিজিওদের ধন্যবাদ জানাই, যারা আমার সঙ্গে এই সময়ে ছিল। ভক্তদেরও ধন্যবাদ জানাই, যারা ছিলেন অবিশ্বাস্য।’

আনসু ফাতির গোলটি দেখুন –

 

 

সূত্রঃ যুগান্তর