সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বার্সার বিপক্ষে ডি ব্রুইন শঙ্কায় ম্যানসিটি

Paris
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ২:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

হ্যামস্ট্রিং ইনজুরিতে চার সপ্তাহ মাঠের বাইরে কেভিন ডি ব্রুইন। বেশ কয়েকটি ম্যাচেই বেলজিয়ান উইঙ্গারকে পাচ্ছে না পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এর মধ্যে অন্যতম বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচ। আগামী মাসে ম্যানইউর বিপক্ষে ডার্বি ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

 

গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সোয়ানসি সিটির মাঠে ৩-১ গোলে জেতা ম্যাচটিতে ইনজুরিতে ভোগেন ডি ব্রুইন। পরদিন তার স্ক্যান করানো হয়। প্রাথমিক টেস্টে পেশীর চোট ধরা পড়ে। সোমবার আরো পরীক্ষা করানোর কথা রয়েছে।

 

আগামী ১৯ অক্টোবর (বুধবার) বার্সার মুখোমুখি হবে সিটিজেনরা। এ ম্যাচের আগে ডি ব্রুইনের ফিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে! ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে। এক সপ্তাহ পরেই (২৬ অক্টোবর দিবাগত রাত ১টা) লিগ কাপে ম্যানইউর মুখোমুখি হবে ম্যানসিটি। মাঝে সাউদাম্পটনের বিপক্ষে (২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা) লিগ ম্যাচ।

 

তার আগে বুধবার (২৮ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১টা) চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে মাঠে নামবে ডি ব্রুইন বিহীন ম্যানসিটি। বার্সার মুখোমুখি হওয়ার আগে প্রিমিয়ার লিগে টটেনহাম ও এভারটন ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেবে গার্দিওলার শিষ্যরা।

 

এদিকে, আন্তর্জাতিক পর্যায়েও দর্শক ভূমিকায় থাকছেন ডি ব্রুইন। বেলজিয়ামের হয়ে বসনিয়া ও জিব্রাল্টারের (৭ ও ১০ অক্টোবর) বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দু’টি মিস করবেন তিনি।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা