বাবার লেখা নতুন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন দিঠি চৌধুরী

বাবা গাজী মাজহারুল আনোয়ারের কথায় লেখা নতুন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী ও উপস্থাপক দিঠি চৌধুরী। গানগুলোর সুর করেছেন চলতি প্রজন্মের সংগীতশিল্পী ও সুরকার মোমিন বিশ্বাস। গানগুলোর মধ্যে দু’টি গানে কণ্ঠও দিয়েছেন সুরকার, গায়ক মোমিন বিশ্বাস।

দিঠি চৌধুরী গেয়েছেন দুটি গান। ছবিটির নাম ‘বাংলার দর্পণ’। পরিচালনা করছেন খ.ম. খুরশীদ।

গানগুলো প্রসঙ্গে মোমিন বিশ্বাস বলেন, ছোট্ট জীবনের অন্যতম একটি প্রাপ্তি – উপমহাদেশের দিকপাল গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি গানের সুর করা এবং দুটি গানে কণ্ঠ দেয়ার সৌভাগ্য হলো। ‘বাংলার দর্পণ’ চলচ্চিত্রের নির্মাতা খুরশিদ ভাই এবং ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

গান তিনটির মধ্যে একটি হলো, ‘যখন আমি ছোট ছিলাম’। এটি একক কণ্ঠে গেয়েছেন দিঠি ও মোমিন বিশ্বাস। অন্যদিকে ‘তুই তো আমার মা’ শিরোনামের গানটিতে কণ্ঠ ও সুরকার ছিলেন মোমিন বিশ্বাস। আর ‘ও গাড়িয়াল ভাই’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মোমিন ও দিঠি।

দিঠি চৌধুরী বলেন, বাবার লেখা অসাধারণ গানগুলোর চমৎকার সুর করেছেন মোমিন বিশ্বাস। আশা রাখছি, গানগুলো সবার ভালো লাগবে। আমার সহশিল্পী হিসেবে মোমিন বিশ্বাসও দারুন গেয়েছেন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন