বাবাকে কাঁদিয়ে চলে গেল জানা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কতইবা বয়স হয়েছিল তার। বড় জোর নয় বছর। এতটুকু বয়সে জীবনের আঙিনা পেরিয়ে মৃত্যুর চৌকাঠে পা রাখল জানা। কে এই মেয়েটি? বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের আদরের রাজকন্যা।

হাড়ের ক্যান্সারে ভুগে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। মেয়েকে হারানোর বেদনা জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এনরিকের বুকে। কোনো সান্ত্বনায়ই লঘু হবে না তার অন্তবিহীন শোক।

তবু সারা বিশ্বের অনেক খেলোয়াড় সহমর্মিতা ও সহানুভূতি জানিয়েছেন। বৃহস্পতিবার এনরিক এই শোকাবহ সংবাদ জানানোর পর লিওনেল মেসি তার সাবেক বার্সা কোচের উদ্দেশে বলেন, ‘বিশ্বের সব শক্তি নিয়ে আমরা আপনার পাশে আছি।’

বার্সা লিজেন্ড রিভালদো এনরিক ও জানার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘মেয়েকে হারানোর বেদনায় বিলীন আমার বন্ধু লুইস এনরিকের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে ঈশ্বর যেন তার পরিবারকে শোক সইবার ধৈর্য দেন।’

লুইস সুয়ারেজ থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সের্গিও রামোসও শোক জানিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালও।

এনরিকের শোক যেন তাদেরও শোক। পাঁচ মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে চিরদিনের জন্য চোখ বুজে নিয়েছে জানা।