বানভাসি মানুষের পাশে নীলফামারী জেলা সমিতি

নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নীলফামারী জেলা সমিতি।

 

মঙ্গলবার উপজেলার ৪২০ টি পরিবারকে এই ত্রাণ সহযোগিতা প্রদান করা হয়।

 

এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, আলু, বিস্কুট ও খাবার স্যালাইন।

বন্যা দুর্গতরা ত্রাণ সহযোগিতা পেয়ে উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, দুর্গম পথ পাড়ি দিয়ে নীলফামারী জেলা সমিতি এই দুর্দিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এতে আমরা সত্যিই আনন্দিত।

ত্রাণ বিতরনেরর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপসাহিত্য বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার সুমি, নীলফামারী জেলা সমিতি সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান কানন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সাবেক আহবায়ক আবদুল্লাহ আল বাতেন, রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসু দেব রায়, সমিতির আইসিটি সম্পাদক আমির আলী শাহ্, প্রচার সম্পাদক সোহেল আহমেদ শাহ, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয়, ক্রীড়া সম্পাদক মনজু প্রমুখ।
স/শ