সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাধার মুখে পণ্ড হলো রাসিকের সাধারণ সভা

Paris
সেপ্টেম্বর ২, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বাধার মুখে পণ্ড হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের সাধারণ সভা (জিএম)। নতুন প্রশাসক (বিভাগীয় কমিশনার) দায়িত্ব নেওয়ার পরে এটিই হতো প্রথম জিএম। তবে সোমবার সকালে জিএম অনুষ্ঠিত হওয়ার খবরে কয়েকশ সাধারণ শিক্ষার্থী ও রাজশাহী মহানগর বিএনপি’র কর্মী-সমর্থকরা নগর ভবনের প্রধান ফটক ঘেরাও করে রাখেন। এ ঘটনায় তড়ি-ঘড়ি করে ওই সভা স্থগিত করে দেওয়া হয়। রাসিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাধারণ সভা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেটি স্থগিত করে দেওয়া হয়েছে। আগামীতে সাধারণ সভার করার মতো পরিবেশ সুষ্ঠ পরিবেশ তৈরী করে সেটি করা হবে।

রাসিক সূত্র জানায়, দেধজুড়ে সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। তিনি দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার সকাল ১১টায় রাসিকের সাধারণ সভা আহ্বান করেন।

এদিকে, হঠাৎ জিএম আহ্বানের খবর ছড়িয়ে পড়লে কয়েকশ সাধারণ শিক্ষার্থীর সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকরা সকাল নয়টার দিকে সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। সাধারণ সভায় যোগ দিতে আসা কাউন্সিলরদের তারা বাধা দিতে সেখানে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ, বিজিবি সদস্যরাও সেখানে উপস্থিত হোন। তবে ১১ টার আগেই সাধারণ সভা স্থগিত ঘোষণা করে রাসিক কর্তৃপক্ষ। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নগর ভবনের প্রধান ফটকে অবস্থান নেওয়া বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নয়ন নামের একজন দাবি করেন, এই জিএমে সাবেক মেয়র লিটনের যত অনিয়ম ছিল, সবগুলো পাশ করা দেয়ার ষড়যন্ত্র হচ্ছিল। সেকারণে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমরাও জিএম যেন না করতে পারে, সে দাবিতে প্রধান ফটকে অবস্থান নিয়েছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে রাসিকের নতুন প্রশাসক জিএম স্থগিত করেছেন। আমরা চাই সাবেক মেয়রের যত অনিয়ম-দুর্নীতি আছে, আগে সেগুলোর তদন্ত হোক। তার পরেও জিএম করা হোক।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছিুক কয়েকজন কাউন্সিলর বলেন, ‘আমি নিজেও আত্মগোপনে আছি। আমার মতো অন্তত ২০ জন কাউন্সিলর গত ৫ আগস্টের পরে মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন। এই অবস্থায় কিভাবে সাধারণ সভা হতে পারে? আমাদের বাদ দিয়ে সাধারণ সভা আহ্বানের মানেই হয় না।’

জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘সাধারণ সভা অনুষ্ঠিত হতে হলে অন্তত এক তৃতীয়াংশ কাউন্সিলরের উপস্থিতি থাকতে হবে। তবেই কোরাম পূর্ণ হবে। গত ৫ আগস্টের পরে অনেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা আত্মগোপনে আছেন। এই অবস্থায় সাধারণ সভা করতে গেলে বিশৃঙ্খলা হতে পারে। তাই সেটি আপাতত স্থগিত করা হয়েছে। সাধারণ সভা করার মতো পরিস্থিতি স্বাভাবিক হলে সেটি করা হবে।’

তিনি আরও বলেন, সাবেক মেয়র যে ভুলগুলো করেছে, সেটি আমিও যদি করি, তাহলে আমাকেউ তো আইনের কাঠগোড়ায় দাঁড়াতে হবে। এই অবস্থায় সাম্প্রতিক সময়ে যে উন্নয়ন কাজের টেন্ডার পক্রিয়া চলমান রয়েছে, সবগুলো বাতিল করা হবে। যাচাই-বাছাই করে নতুন করে সিদ্ধান্ত দেওয়া হবে।’

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর