বাতিল হওয়া ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পুনরায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, মোট ১৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী পুনরায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরনের ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্বপালন করবে।

এছাড়া চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে শুক্রবার।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ হাজার ২১০টি আসনের বিপরীতে ২২ হাজার ৬৭১জন ইউনিটটিতে ভর্তি পরীক্ষার আবেদন করেছে।