বাঘা পৌর নির্বাচন: মেয়রসহ প্রার্থীদের জমজমাট প্রচারণা

আমানুল হক আমান:
রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। দুই জন মেয়র, ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও নয়টি ওয়ার্ডে ৫৩ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন বাঘা পৌরসভার সাধারণ নির্বাচনের রিটারিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে পুরোদমে প্রচারনায় নেমেছে।

মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য আক্কাছ আলী (নৌকা) ও জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক (ধানের শীষ)।

এক নম্বর ওয়ার্ডে (১,২.৩) সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন-মর্জিনা খাতুন (আনারস), জান্নাতুল ফেরদৌস (চশমা), নিরমা তারা ঝর্না টেলিফোন), মঞ্জুরা বেগম (জবা ফুল), রাফিজা বেগম (অটোরিকসা)।
দুই নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৪.৫.৬) আর্জিনা আরিফ (আংটি), আনোয়ারা বেগম (দ্বিতীয় তলা বাস), মেহেরুন নেছা (অটোরিকসা), রঞ্জনা বেগম (চশমা), রিজিয়া আজিজ সরকার (বল পেন), সাহারা বেগম (টেলিফোন), শরিফা খাতুন (জবা ফুল), হুসনে আরা খাতুন (আনারস)।

তিন নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৭,৮.৯) আসমাতুন নুর লিপি (জবা ফুল), পারুল্লা বেগম (দ্বিতীয় তলা বাস), মনোয়ারা বেগম (আনারস), বানু আখতারী (চশমা), সুরমা বেগম (অটোরিকসা)।

এক নম্বর সাধারণ ওয়ার্ডে প্রার্থীরা হলেন-আবদুস সালাম (ব্লাক বোর্ড), ইনতাজ আলী সরকার দুখু (উটপাখি), কাউসার রহমান (ফাইল কেবিনেট), কামাল হোসেন (টবিল ল্যাম্প) জাহাঙ্গীর আলম (ডালিম), মিনহাজুল ইসলাম খান (ব্রিজ), রঞ্জু আহম্মেদ (পানির বোতল), লালন কুমার (পাঞ্জাবী)।

দুই নম্বর সাধারণ ওয়ার্ডে আকবর হোসেন (ব্রিজ), আসদুস সামাদ (ব্লাক বোর্ড), আলতাফ হোসেন (পানির বোতল), দুলাল মন্ডল (টেবিল ল্যাম্প), মুকুল হোসেন (উটপাখি), মোজাম্মেল হক (পাঞ্জাবী), রেজাউল করীম (ডালিম)।

তিন নম্বর সাধারণ ওয়ার্ডে আবদুল হামিদ (ব্লাক বোর্ড), পীযুষ পান্ডে (টেবিল ল্যাম্প), আবসুস সামাদ সরকার (পানির বোতল), কামাল হোসেন (ব্রিজ), তসলিম উদ্দিন (ঠেঁড়শ), মনিরুজ্জামান (পাঞ্জাবী), মোজাম্মেল হক মোল্লা (গাজর), রেজাউল বরীম ফিটু (ডালিম), সাইফুল ইসলাম (উটপাখি), হামিদুল ইসলাম খান (ফাইল কেবিনেট)।

চার নম্বর সাধারণ ওয়ার্ডে জবান মালিথা (পানির বোতল), আরিফুল ইসলাম (পাঞ্জাবী), আসলাম হোসেন (টেবিল ল্যাম্প), গোলাম কিবরিয়া পিন্টু (ডালিম), সঞ্জিব কুমার পান্ডে (ব্লাক বোর্ড), আসলাম হোসেন (উটপাখি)।

পাঁচ নম্বর সাধারণ ওয়ার্ডে শাহিনুর রহমান পিন্টু (পানির বোতল), মাইনুল ইসলাম মুক্তা (উটপাখি), মজিবর রহমান (পাঞ্জাবী), মতিউর রহমান (ডালিম), সাইদুল ইসলাম (টেবিল ল্যাম্প)।

ছয় নম্বর সাধারণ ওয়ার্ডে আলাউদ্দীন (পানির বোতল), আবদুল কুদ্দুস সরকার (উট পাখি), তফিকুল ইসলাম তফি (টেবিল ল্যাম্প), ফিরোজ আলী (পাঞ্জাবী), জুয়েল রানা (ব্লাক বোর্ড), জাহাঙ্গীর আলম বকুল (ব্রিজ), ইসরাফিল বিশ্বাস (ডালিম)।

সাত নম্বর সাধারণ ওয়ার্ডে মোমিনুল ইসলাম (টেবিল ল্যাম্প), হামিদুল ইসলাম (উটপাখি), দুলাল হোসেন (পানির বোতল), মকছেদুর রহমান সরকার (পাঞ্জাবী)।

আট নম্বর সাধারণ ওয়ার্ডে আকরাম হোসেন (পানির বোতল), শফিকুল ইসলাম (পানির বোতল)।

নয় নম্বর সাধারণ ওয়ার্ডে ইমরান আলী (পানির বোতল), রকুনুজ্জামান খান (উটপাখি), মোশারফ হোসেন ( টেবিল ল্যাম্প), হাফিজুর রহমান (ডালিম)।

প্রতীক বরাদ্দের পর কথা হয় আওয়ামীলীগের প্রার্থী আক্কাছ আলীর সাথে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে উন্নয়নের কাজ হচ্ছে। আমি বর্তমান মেয়র হিসেবে বাঘা পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছি। আমি পূনরায় নির্বাচিত হয়ে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চায়।

বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, বাঘা পৌরসভায় প্রথম নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছিলাম। পূনরায় নির্বাচনে দলীয়ভাবে অংশ গ্রহণ করেছি। গত ২০০৬ সালের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। আশা করছি আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন সঠিকভাবে অনুষ্টিত হলে বিজয়ী হব।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটারিং অফিসার মুজিবুল আলম জানান, সুষ্ট সুন্দরভাবে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৮৯। এরমধ্যে পরুষ ভোটার ১৪ হাজার ১৭ ও নারী ভোটার ১৩ হাজার ৭৭২।

স/শ