বাঘা উচ্চ বিদ্যালয়ে ড্রয়ারের তালা ভেঙ্গে থেকে টাকা চুরি

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা থানা থেকে দুই’শ গজ দক্ষিনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ের আলমারির তালা ভেঙ্গে রহস্যজনকভাবে নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে। গত সোমবার রাতে বিদ্যালয়ের অফিস কার্যালয়ের পেছনের জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমারির ড্রয়ার থেকে এই টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান জানান, পরদিন সকালে অফিস খুলে চুরির ঘটনা জানতে পেরে স্থানীয়দের জানিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এই চরির তিনদিন আগে উপজেলার আড়ানী ও হরিপুর বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। একইভাবে বিভিন্ন স্থানে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে বলেও একাধিক সুত্রে জানা গেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। তবে এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
স/শ