বাঘায় ৪ ইউনিয়নে ভোট: আ.লীগের প্রার্থী বাছাইয়ে মতবিনিময়

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৃথকভাবে গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব উচ্চ বিদ্যালয়ের হলরুমে ও মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

৪টি ইউনিয়নে মোট ২৫ জন চেয়ারম্যান প্রার্থী এ মতবিনিময় সভায় প্রার্থীতার বিষয়ে আবেদন করেন। এ আবেদন জেলা কমিটির মাধ্যমে কেন্ত্রীয় কমিটির কাছে প্রেরণ করা হবে। কেন্দ্রীয় কমিটি একক প্রার্থী ঘোষণা দিবেন। সভায় চার ইউনিয়নের সভাপতি যৌথভাবে সভাপতিত্ব করেন।

আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, লায়েব উদ্দীন লাভলু, আহবানুল হক মাসুদ, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবীর আ,লীগ নেতা কামাল হোসেন, মাসুদ রানা তিলু প্রমুখ।

উপজেলার বাজুবাঘা, মনিগ্রাম, পাকুড়িয়া ও গড়গড়ি ইউনিয়নে সীমানা জটিলতা নিয়ে মামলা ছিল। এ কারণে ১৬ বছর পর এ চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে উৎসবমুখর পরিবেশ একাধিক মনোনয়ন প্রত্যাশিরা পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন।

ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে আ.লীগের আবেদনকৃত প্রার্থীরা হলেন-

বাজুবাঘা ইউনিয়ন: বাজুবাঘা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন ৭ জন। এরমধ্যে রয়েছেন বাজুবাঘা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নহু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফুল হাসনাত রফিজ, বাজুবাঘা ইউনিয়ন আ.লীগের সদস্য সুরুজ উদ্দীন ঝুন্টু, আ.লীগ নেতা সাইফুল ইসলাম ও উপজেলা আ.লীগেরর যুগ্ম দপ্তর সম্পাদক মহিউদ্দিন হাসান টিনা।

গড়গড়ি ইউনিয়ন: গড়গড়ি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন ৯ জন। এরমধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জুলফিকার আলী, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরকার, আ.লীগের নেতা আবদুল্লা আল মাহমুদ বাচ্চু, জুলফিকার আলী, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, মাহাজালাল সরকার, ফেরদৌস আরিফ পিন্টু ও আরিফ খান জয়।

পাকুড়িয়া ইউনিয়ন: পাকুড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন ৪ জন। এরমধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, উপজেলা আ.লীগের সদস্য মোজাম্মেও হকভাদু ও পাকুড়িয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন সরকার।

মনিগ্রাম ইউনিয়ন: মনিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন ৫ জন। এরমধ্যে মনিগ্রাম ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফাজ উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মো. রেদওয়ানুর রহমান।

 

স/শা