বাঘায় ৪৫ বছরে বিদ্যুৎ সংযোগ পায়নি ৩৬ পরিবার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেরার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকরপাড়া দক্ষিণপাড়য় ৪৫ বছরে বিদ্যুৎ সংযোগ পায়নি ৩৬টি পরিবার। এলাকার লোকজন বারবার বিভিন্নস্থানে আবেদন করেও সংযোগ পাচ্ছে না। ফলে অন্ধকারাচ্ছন্ন জীবন পার করতে হচ্ছে তাদের।
জানা যায়, আড়ানী পৌরসভা সংলগ্ন চকরপাড়া ৪ নম্বর ওয়ার্ডে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। ভোটার সংখ্যা প্রায় এক হাজার ২০০। এর মধ্যে দক্ষিণপাড়ায় জনসংখ্যা প্রায় আড়াই শতাধিক। ভোটার সংখ্যা শতাধিক। দেশ স্বাধীনতার ৪৫ বছরে এই গ্রামে বিদ্যুৎ সংযোগ না হওয়ায় অন্ধকারে বসবাস করছে ৩৬টি পরিবার।
চকরপাড়া গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী আবু বাক্কার বলেন, আমাদের রাস্তা নেই, বিদ্যুৎ নেই। এই পাড়ার অধিকাংশ পরিবার সরকারি দলীয় সমর্থক। আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিসহ বিভিন্নস্থানে বিদ্যুতের জন্য আবেদন করেও বিদ্যুৎ সংযোগ হয়নি। ফলে বর্তমান ডিজিটাল যুগেও অন্ধকারে রয়েছি। বাজারে এসে মোবাইল চার্জ দিতে হয়।
এই ওয়ার্ডের কাউন্সির মোজাম্মেল হক রাজ বলেন, কিছু দিন আগে বিদ্যুৎ অফিসের লোকজন এসে মাপ-জোক করে গেছে। কেন হচ্ছে না আমার জানা নেই।
স/শ