বাঘায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াড মেলার সমাপনী

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় দু’দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াড মেলা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার পুরুস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপনী হয়।

সোমবার সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন এ মেলার উদ্বোধন করেন।

জানা যায়, বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দু’দিন ব্যাপী এ মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এ মেলায় ৪৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ স্টলে বিজ্ঞান বিষয়ে ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে। এ সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন মেলা কর্তৃপক্ষ।

মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।