বাঘায় ১৯ তম ওরশ মহফিল অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত শাহ্ সূফী গাউছুল আযম মাওলানা কামাল-শামসুল ইসলাম মাইজ ভান্ডারীর (কেঃ কাঃ রহঃ) ১৯ তম ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মনিগ্রাম ভান্ডারী ভাব নগরে গত বুধবার সাংবাদিক সেলিম আহম্মেদ ভান্ডারীর সার্বিক তত্ত্বাবধায়নে ও পরিচালনায় এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত ওরশ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি।

এইচবিএন ইন্টারন্যাশনালের এমডি আবু তাহের ভান্ডারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রাজশাহী চেতনা সাংস্কৃতি শিল্পী গোষ্টির পরিচালক ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট কন্ঠশিল্পী ওস্তাদ আবুল হোসেন, মনিগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনি, হযরত আলী মাইজ ভান্ডারী প্রমূখ।

ওরস মাহফিলে তাশরীফ পেশ করেন হযরত শাহ্ সূফী গাউছুল আজম মাওলানা কামাল ডাক্তার নূরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ)।

পরে সুরতরঙ্গ বিদ্যানিকেতনের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন গীতিকার ও কন্ঠশিল্পী চন্দন বাবু, ঝিলু রহমান অরনী, রাজশাহী কোট কলেজের প্রভাষক আখতার হোসেন, ডাক্তার গোলাম পাঞ্জাতন, শারমিন সুলতানা পান্না, জালাল ভান্ডারী, মাইনুল ইসলাম, আব্দুল মালেক, লাভলু, মুকুল।

স/অ