বাঘায় সেই পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জনের মৃত্যু

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার সেই মনিগ্রাম বাজারে পেট্রলের দোকানে অগ্নিকান্ডে ২ যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত পৌণে ১২টার দিকে শফিকুল ইসলাম (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রবিউল ইসলাম রবিকে (৪২) ঢাকা নেয়ার পথে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে মৃত্যু হয়।

শফিকুল ইসলাম উপজেলার মনিগ্রামের তুলশিপুর গ্রামের দুখু মিয়ার ছেলে ও রবিউল ইসলাম রবি মনিগ্রামের মুন্টু মিস্ত্রির ছেলে।

জানা যায়, বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে পেট্রলের দোকানের মালিক মনির হোসেন মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে ড্রাম খুলে পেট্রল আলাদা করতে থাকেন। এ সময় আকস্মিকভাবে আগুন ধরে যায়।

এ ঘটনায় চেয়ারম্যান, ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ, সাংবাদিকসহ ৪০ জন আহত হয়। তবে এই অগ্নিকান্ডের ঘটনা দেখে নিয়ন্ত্রনের জন্য এগিয়ে আসলে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাস অধ্যাপক সাইফুল ইসলাম, দোকান মালিক মনির হোসেন, স্থানীয় সুমন আলী, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, বুলবুল আহম্মেদ, বাবু হোসেন, রফিকুল ইসলাম, আয়নাল হক, রিপন আলী, মুক্তাদির হোসেন, জানমোহাম্মদ, তুষার হোসেন, মিলন হোসেন, বাবু আহম্মেদ, তুরাপ হোসেন, রমজান আলী, গোলাম মওলা, শরিফ উদ্দিন, ইসমাইল হোসেন, ইমদাদুল হক মিলন, আবদুল হামিদ, উজ্জল হোসেন, সোহেল রানা, কাউসার আলী, শফিকুল ইসলাম, মাহাবুর রহমান আহত হয়। পরে বাঘা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করতে গেলে ফিরোজ হোসেন ও মহিবুর রহমান নামের দুই ফায়ার সার্ভিসকর্মী আহত হয়।

এদিকে বাঘা থানার এসআই সইবুর রহমান ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টিভির রাজশাহী স্টাফ রিপোটার আকতার রহমান আহত হয়। আহতদের উদ্ধার করে বাঘা, চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁরিড় কাছে মৃত্যু হয়। এদিকে পান্না নামের আরেক যুবককে ঢাকা নেয়া হচ্ছে বলে জানা গেছে। তার অবস্থাও সংকটাপন্ন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পেট্রোলের দোকানে আগুন লাগার ঘটনায় পুলিশের পক্ষ থেকে বাঘা থানায় একটি জিডি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, আগুনে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে শুনেছেন বলে জানান।

স/অ