বাঘায় সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা শেষ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী “বিজ্ঞান ও প্রযুক্তি’ মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)পুরুস্কার বিতরনীর মধ্য দিয়ে এ মেলার শেষ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার গ্রুপ ভিত্তিক ৫০টি নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর পত্র, কৃইজ প্রতিযোগিতা এবং মেলায় উন্নতমানের স্টলের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা আরিফুর রহমান, প্ৃরাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, বাঘা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে আকৃষ্ট করার লক্ষে বুধবার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। মেলায় ৫১টি স্টল বসানো হয়।

স/অ