বাঘায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববারভোর রাতে উপজেলার আড়ানী চকসিংগা গ্রামে শয়ন ঘরে এই ঘটনা ঘটেছে। মৃত আরিফা খাতুন (৬) আড়ানী ইকরা নূরানী কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চকসিংগা গ্রামের আরিফুল ইসলাম ভূলা গত শনিবার রাত ৯টার দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। ভোর রাতে নিজ শয়ন ঘরে বিষাক্ত গোখরা সাপ ঢুকে শিশু আরিফা খাতুনকে কামড় দেয়। বাবা-মা জানতে পেরে সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরপর দায়িত্বরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মৃত শিশুকে বাড়িতে এনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর জন্য চেষ্টা করা হয়। স্থানীয় ওঝার পক্ষে সেটা সম্ভব হয়নি। অবশেষে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চকসিংগা গ্রামের ও আড়ানী পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি আবদুল মালেক।

বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদের সাথে যোগাযোগ করলে বলেন, এর আগে বিষয়টি কেউ জানায়নি।
স/শ